Mon. Sep 2nd, 2024

আগস্টে এলো ২২২ কোটি ডলারের রেমিট্যান্স

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রবাসী আয়ে বেশ গতি ফিরেছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। এটি আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ৩৯ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা জানান, শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ করে দেশে রেমিট্যান্স আসার প্রবাহ কমে যায়। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে। তবে সেই পতনের ধারা থেকে বেরিয়ে আগস্ট মাসে বেশ গতিতে বেড়েছে রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ১৩ লাখ ডলার। একক মাস হিসাবে আগস্টে গত বছরের একই সময়ের চেয়ে

রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। এ ছাড়া আগের জুলাইয়ের চেয়ে আগস্টে ৩০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বেশি এসেছে রেমিট্যান্স। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, যা ছিল আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, আগস্টে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে রেমিট্যান্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, গত বুধবার দিনশেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫ দশমিক ৬৫ বিলিয়ন)। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৬০ কোটি ডলার (২০ দশমিক ৬০ বিলিয়ন)।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *