Sun. Sep 8th, 2024

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলছে আজ

রাজধানীর অদূরে আশুলিয়া অঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ রোববার আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তবে, গতকাল শনিবার অন্তত ৩৬টি কারখানা বন্ধ ছিল।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন। বিগত কয়েক দিনের তুলনায় শনিবার কারখানা ভাঙচুর ও অসন্তোষের সমর্থনে মিছিল কম হয়েছে বলেও জানান তিনি।

আশিকুর রহমান তুহিন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। যদিও কিছু কারখানা বন্ধ ছিল, কিন্তু কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি ছিল এবং তারা সক্রিয়ভাবে কাজ করছেন। আশা করছি রোববার থেকে পরিস্থিতি আরো উন্নত হবে এবং সবাই যথাযথভাবে কাজে যোগদান করবে। শ্রমিকদের কোনো দাবি থাকলে তা যথাযথ আইন অনুযায়ী মেনে নেয়া হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তাতে আমরা সন্তুষ্ট। শনিবার আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আগামী দিনেও তারা একইভাবে কাজ করবেন এবং পোশাক কারখানার কর্মপরিবেশ ফিরে আসবে বলে আমরা আশাবাদী।

 

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *