Mon. Sep 9th, 2024

সোনালি ব্যাগ বহুল ব্যবহারে উদ্যোগ নেওয়া হবে: সাখাওয়াত হোসেন

পরিবেশবান্ধব সোনালি ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল রোববার মন্ত্রণালয়ে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, পরিবেশবান্ধব সোনালি ব্যাগ বহুল ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাক্ষাতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের কোনো প্রতিনিধি নেই। তিনি উপদেষ্টার কাছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে অনুরোধ জানান।

এ সময় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন দেশের রপ্তানি খাতে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান। নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে একজন শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি যৌক্তিক তা বিবেচনার জন্য ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশ দেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গণেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সংশ্লিষ্টরা ছিলেন।

এদিকে বিএসটিএমপিআইএর সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়াতে তহবিল গঠনের নীতি প্রণয়নে আলোচনা করেন। এক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান। এ সময় উপদেষ্টা তাদের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাংগীর কবীর ও আব্দুস সালাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *