Wed. Sep 11th, 2024

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বৈঠক হয়।

বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য স্তিমিত হয়ে গিয়েছিল। পাকিস্তান এখন তা জোরালো করতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে বাংলাদেশেরও স্বার্থের বিষয় আছে। বাণিজ্য মূলত হয় বেসরকারি খাতের মধ্যে।
তিনি বলেন, ‘আমরা বলেছি, এসব বিষয়ে আমাদের প্রস্তুতির বিষয় আছে। তাদেরও প্রস্তুতির বিষয় আছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের আকর্ষণীয় পাটপণ্যের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি প্রদর্শনীর মাধ্যমে এসব পণ্য পাকিস্তানে প্রসারের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের অন্যান্য পণ্যও প্রদর্শনীতে স্থান পেতে পারে।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *