Mon. Aug 26th, 2024

ঢাবিতে গণত্রাণ কর্মসূচির প্রথমদিনে সংগ্রহ ২৯ লাখ টাকা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে ২৯ লক্ষ ৭৬ হাজার ১শত ৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে। আজও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে গণনা কার্যক্রম শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। ত্রাণ সহায়তা বন্যা দুর্গত এলাকায় পৌঁছাতে কয়েকটি টিমকে এলাকা ভিত্তিক ভাগ করে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে খাবার স্যালাইন, জরুরি ঔষধ, প্যাকেট ও বস্তাভর্তি চিড়া, মুড়ি, টোস্ট, বিস্কুট, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার।

বৃহস্পতিবার সকাল থেকেই বন্যার্তদের সহায়তায় রিকশাওয়ালা, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে টিএসসি এলাকায় আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী টিএসসি গেটে কে কী পণ্য সামগ্রী দিচ্ছেন তার তালিকা করে রাখেন। পরে সে তালিকা অনুযায়ী ত্রান সামগ্রী টিএসসির ভেতরে প্যাকেটজাত করা হয়।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে হল ও ডিপার্টমেন্টভিত্তিক অনলাইন ও অফলাইনে তহবিল সংগ্রহ করতে দেখা যায়। হল ও বিভাগ থেকে সংগ্রহের পরিমাণ এখনো জানা যায়নি। ক্যাম্পাসের আশেপাশের মার্কেটগুলো থেকে অর্থ সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাং একাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নাম্বারগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং:
বিকাশ ও নগদ: 01886969859
রকেট: 018869698597
মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দুটি মার্চেন্ট একাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক একাউন্ট :
Mohammad Anisur Rahman
Account : 20503100200291004
Islami Bank Bangladesh, Badda Branch, Dhaka
Swift code: IBBLBDDH, Routing Number: 125260341

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *