Mon. Aug 26th, 2024

বন্যাকবলিত মানুষের জান-মাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যাকবলিত মানুষের জান-মাল রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, দুর্গতদের উদ্ধারে সেনা, নৌ ও বিমানবাহিনী, ছাত্র-জনতা এবং প্রশাসন কাজ করছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে।

তা ছাড়া যেসব সংগঠন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে, তাদেরও নিয়োজিত করা হয়েছে। প্রতিবেশী ভারতের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।
ফারুক-ই-আজম বলেন, যেসব ছাত্র কোটা সংস্কার আন্দোলনে ছিলেন তাঁরাও উদ্ধার ও ত্রাণ তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছেন। সার্বিকভাবে সরকার চেষ্টা করছে মানুষের জান-মাল, গবাদি পশু ইত্যাদি যেন রক্ষা করা যায়।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *