Mon. Aug 26th, 2024

ত্রাণসামগ্রী নিয়ে রিলিফ ট্রেন যাবে ফেনীতে

ফেনীর বানভাসি মানুষদের দুঃসময়ে সহযোগিতা করার একটি রিলিফ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় পাহাড়তলী স্টেশন থেকে ওই ট্রেনটি ফেনীর উদ্দেশে ছেড়ে যাবে।

রিলিফ ট্রেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নেওয়া হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে যারা ত্রাণসামগ্রী দিতে ইচ্ছুক তাদের পাহাড়তলী স্টেশনে গিয়ে তা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ার সাজিদ হাসান নির্ঝর বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এখনো প্রায় ২০ লাখ বা তারও বেশি মানুষ পানিবন্দি। অনেক জায়গায় রেস্কিউ টিমও যেতে পারছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশেই জ্যাম তাই ত্রাণ পৌঁছানোতে অসুবিধা হচ্ছে। এমন পরিস্থিতিতে শনিবার সকালের দিকে আমাদের একটা রিলিফ স্পেশাল ট্রেন ফেনীর দিকে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করব।

আগ্রহীরা শুকনো খাবার, পাউরুটি, পানি, বিস্কিট, মোমবাতি, চিড়া, মুড়ি, জুস, গুঁড়ো দুধ, স্যালাইন ইত্যাদি ত্রাণসামগ্রী সেই ট্রেনের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় পাঠাতে পারবেন। সেক্ষেত্রে পাহাড়তলী স্টেশনে ত্রাণসামগ্রীগুলো পৌঁছে দিলে হবে।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *