Sat. Aug 24th, 2024

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফেনী থেকে আনা সেই নারী মা হয়েছেন

সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আনা সেই অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আজ ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা মোছাম্মৎ সুমি বেগমকে অন্তঃসত্ত্বা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা সিএমএইচের গাইনি বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *