Mon. Aug 26th, 2024

টাওয়ার সচল করতে জেনারেটর পরিবহনে সহায়তা করছে সেনাবাহিনী

আকস্মিক বন্যায় পুরোপুরি বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। হঠাৎ ভারত থেকে নেমে আসা ঢল এবং টানা বর্ষণে ১২টি জেলায় মোবাইল অপারেটর কোম্পানির অসংখ্য টাওয়ারের নিয়ন্ত্রণ কক্ষে পানি প্রবেশ করেছে।

কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ না পাওয়ায় প্রায় ১ হাজার ৪৬১টি টাওয়ার অচল হয়ে গেছে। ফলে অনেক জায়গায় তৈরি হয়েছে নেটওয়ার্ক জটিলতা। তবে এসব টাওয়ার দ্রুত সচল করতে নেওয়া হয়েছে ব্যবস্থা। শেষ পর্যন্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীর সহায়তা।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তারা জানিয়েছেন, মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানিসহ বিভিন্ন সরঞ্জাম পরিবহনের জন্য প্রয়োজনীয় নৌযান, স্পিডবোট সরবরাহ করা এবং সার্বিক সহযোগিতা বাংলাদেশ সেনাবাহিনী করছে।

একই সঙ্গে বিটিআরসি থেকে নিয়মিতভাবে মোবাইল অপারেটর, টাওয়ারকো অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সভার আয়োজনের মাধ্যমে টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনঃস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *