Mon. Aug 26th, 2024

শরীরের ৯৯.৯% অংশে ট্যাটু করে বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসপারেন্স লুমিনেস্কা ফুয়েরজিনা তার শরীরের ৯৯.৯ শতাংশ অংশে ট্যাটু করে এবং শরীরের আকার পরিবর্তন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তিনি ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাটু করা নারী। এছাড়া শরীরের অবয়ব পরিবর্তন করার বিশ্বরেকর্ডও তার দখলে।

গত ১০ বছরে এই নারী তার শরীরের বেশিরভাগ অংশই পরিবর্তন করে ফেলেছেন। চোখের সাদা অংশ, মাথার ত্বক সবজায়গায় ট্যাটু করেছেন তিনি। ট্যাটুর রঙে রাঙানো শরীরে ৮৯টি পরিবর্তন করেছেন এই মার্কিন তরুণী।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়সী সাবেক এই নারী সেনা যুক্তরাষ্ট্রের ব্রিজপোর্টের বাসিন্দা। তিনি তার মাথা থেকে পায়ের পাতা বিভিন্ন সুন্দর ট্যাটু দিয়ে একটি চলমান ক্যানভাসে পরিণত করেছেন।

ট্যাটু রয়েছে তার হাত থেকে পা, মাথার ত্বক এমনকি জিহ্বা, চোখের সাদা অংশ, মাড়ি এবং গোপনাঙ্গে।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *