Wed. Aug 28th, 2024

সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা

অন্তর্বর্তী সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কারকাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গতকাল দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, ছাত্র-জনতা আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণহত্যার বিরুদ্ধে রুক্ষে দাঁড়িয়েছে ছাত্র-জনতা। উপদেষ্টা বলেন, দেশের বিচারব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সারা দেশে কোনো প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই। এ সময় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এর আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের নিহত তিনজনের পরিবারের সঙ্গে দেখা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এরপর তিনি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *