Sun. Aug 25th, 2024

সাকিবের নামে হওয়া মামলা নিয়ে মুমিনুল যা বলছেন

সাকিব আল হাসান যখন রাওয়ালপিণ্ডি টেস্টে খেলছিলেন, বাংলাদেশে তার নাম উঠে গেছে হত্যা মামলার আসামীর তালিকায়। ঢাকায় হওয়া এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাকিবসহ ১৫৬জনকে আসামী করা হয়েছে। যার কারণে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার এখন রীতিমতো হুমকির মুখে। রাওয়ালপিণ্ডিতে পরবর্তী টেস্টে তার খেলা নিয়েও শঙ্কা আছে। তবে বাজে সময়ে জাতীয় দলের সতীর্থরা দাঁড়িয়েছে সাকিবের পাশেই।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। শান মাসুদের দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ, যা দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। একই সঙ্গে এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম জয়।

পাকিস্তানকে হারানোর পর আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে মন্তব্য করেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাকে ‘মিথ্যা মামলা’ বলে অবিহিত করেন।

মুমিনুল তার ভেরিফায়েডি ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

তিনি আরও লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

এদিন ম্যাচ জিতে আরও একটি পোস্ট দিয়েছেন মুমিনুল। সেই পোস্টে মুশফিক ও মিরাজেরও প্রশংসা করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মাটিতে জয়ে দারুণ এক শুরু। মুশফিক ভাই মিরাজ দুর্দান্ত পারফর্ম করেছে। মুশফিক ভাই নিজের ম্যাচ সেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের জন্য দিয়েছেন। সংকটকালীন এই অবস্থা দ্রুতই কাটিয়ে উঠুক বন্যার্তরা।

সাকিব ভাই সবসময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইর স্পেলও ছিলো সমান কার্যকরী। আপনার সার্ভিস আরো লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সবসময়ই পাশে আছি সবাই। দেশের ক্রান্তিকালে আমাদের সমর্থনের জন্য সবাইকে কৃতজ্ঞতা। চলমান সংকট দ্রুত কাটিয়ে উঠবে সেই দোয়া আমাদের সবার।’

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *