Sun. Aug 25th, 2024

এন্ড্রিকের ইতিহাস গড়ার দিন রিয়ালের সহজ জয়

লিগে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার (২৫ আগস্ট) ঘরের মাঠে ভ্যালাডোলিডের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় লস ব্ল্যাঙ্কসরা। রিয়ালের হয়ে গোল করেছেন ভালভার্দে, দিয়াজ এবং এন্ড্রিক। স্পেনের বাইরের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়ে লা লিগায় গোলের কীর্তি গড়লেন এন্ড্রিক।

প্রথম হাফে রিয়ালের আক্রমণ ছিল নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা জ্বলে উঠেছে দারুণভাবে। তিনটি গোল করে তারা। যার শুরুটা করেন ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের ৫০তম মিনিটে ভালভার্দের নিচু ফ্রি-কিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান বদলি হিসেবে নামা দিয়াজ।

আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জালের দেখা পান এমবাপ্পের বদলি হিসেবে নামা এন্ড্রিক। দিয়াজের পাস বক্সের বাইরে পান তিনি, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ব্রাজিলিয়ান তারকা।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে ড্র করেছিল রিয়াল। তবে আজ জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *