আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রোববার খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়েছে। তবুও রাজনৈতিক দলগুলো সফল হয়নি। সেই ধারাবাহিকতায় এবার ছাত্র-জনতার গণআন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকার। তিনি বলেন, শহীদ হয়ে ছাত্র-জনতা দেশবাসীকে ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমানুল্লাহ সেলিম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অন্যরা।