Mon. Aug 26th, 2024

আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে: গয়েশ্বর চন্দ্র রায়

আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল রোববার খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়েছে। তবুও রাজনৈতিক দলগুলো সফল হয়নি। সেই ধারাবাহিকতায় এবার ছাত্র-জনতার গণআন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার সরকার। তিনি বলেন, শহীদ হয়ে ছাত্র-জনতা দেশবাসীকে ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। কোন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমানুল্লাহ সেলিম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ অন্যরা।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *