Mon. Aug 26th, 2024

রাষ্ট্র সংস্কারে যত দিন সময় লাগবে তত দিন সময় দিতে চাই

রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগবে তত দিন অন্তর্বর্তী সরকারে জামায়াতের সমর্থন থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৫ আগস্ট) বিকালে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের যশোর শহর সাংগঠনিক জেলার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চায় একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন হোক। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধনসহ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে তত দিন সময় দিতে চাই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো নির্বাচন চাই না যে ভোটের দিন স্বাধীনভাবে ভোট দিতে পারবো না। ভোটের দিন-ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেওয়া হয়েছে। ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতের হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেওয়া হবে না।

যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাওলানা মোবারক হুসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, যশোর সাংগঠনিক জেলা পূর্ব আমির মাওলানা আব্দুল আজীজ, যশোর সাংগঠনিক জেলা পশ্চিম আমির মাওলানা হাবিবুর রহমান, শহর সাংগঠনিক জেলা নায়েবে আমির বেলাল হুসাইন প্রমুখ।

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *