বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ২২ লাখ টাকা এবং নিজস্ব ফান্ড থেকে আরও এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে বেবিচক কর্তৃপক্ষ। এছাড়াও, বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে নগদ অর্থের পাশাপাশি খাদ্যদ্রব্য ও ওষুধপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।