Tue. Aug 27th, 2024

কল-কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা

দেশের সব কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা ব্যবসা করেন, কারখানার নিরাপত্তা দেওয়া হবে। কারখানার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সবাই নিয়োজিত আছে। কয়েকদিন পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করবে।’

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন উপদেষ্টা।

ব্যবসার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বায়ারদের ভালো পরিবেশ দেওয়া হবে। পরিবেশ মানে রোদ-বৃষ্টি নয়, এক কথায় ব্যবসার পরিবেশ। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার জন্য সব কিছু করবো। বায়ারদের আস্থার অভাব ছিল, এটা মিট আপ হয়েছে।

ব্রিটিশ সরকারের সহায়তার বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ব্রিটিশ সরকার সবসময় আমাদের পাশে থাকবে। তারা ট্যাক্স, ভ্যাট রিফর্মের ক্ষেত্রে সহায়তা করবে। দেশের ব্যবসা ও উন্নয়নে আমাদের সহায়তা দেবে ব্রিটিশ সরকার।’

আরও দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *